বলিউড ‘বাদশাহ’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। তার জীবনযাপনও রাজা-বাদশাহ’র মতোই। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ছয় হাজার কোটি রুপিরও বেশি।
বিলাসবহুল গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, সবই রয়েছে বলিউড বাদশাহর। দামি জুতা, জামা ব্যবহার করার অভ্যাস রয়েছে তার। এছাড়া দামি কেনার শখ রয়েছে শাহরুখের। এই শখ পূরণের জন্য কয়েক কোটি টাকা খরচ করতেও পিছপা হন না তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শাহরুখের সংগ্রহে কয়েক মিলিয়ন ডলারের ঘড়ি রয়েছে। মাঝেমধ্যেই শাহরুখের হাতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর ঘড়ি দেখা যায়। সম্প্রতি তেমনই একটি নীল ঘড়ি দেখা গেছে শাহরুখের হাতে। যা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে অনেকের মনে।
দীপিকা পাড়ুকোনের স্কিনকেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গিয়েছিল শাহরুখকে। সেখানেই অভিনেতার হাতে দামি ঘড়িটি সামনে আসে। তার আগে পাঠান সিনেমার সাকসেস ইভেন্টেও অভিনেতার হাতে ঘড়িটি দেখা গিয়েছিল। তবে দীপিকার পোস্ট করা ভিডিওতে ভালোভাবে দেখা যায় ঘড়িটি।
জানা গেছে, শাহরুখের হাতে থাকা অডেমার্স পিগুয়েট ব্র্যান্ডের রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ব্লু সিরামিক মডেলের এই ঘড়িটির দাম চার কোটি ৯৮ লাখ রুপি!
নেট দুনিয়ায় শাহরুখের এই দামি ঘড়ির ছবি এখন ভাইরাল।