তুরস্কে ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহভাজন ১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে শনিবার গভীর রাতে জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে কয়েক হাজার ভবন ধসে যাওয়ার জন্য এখনও পর্যন্ত ১৩১ সন্দেহভাজন ব্যক্তিকে দায়ী করা হয়েছে।
সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এদের মধ্যে ১১৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা এর ওপর নজর রাখব, বিশেষ করে যে ভবনগুলি ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যে ভবনগুলোতে মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে।’
এদিকে, তুরস্কের বিচারমন্ত্রী ভবন নির্মাণে ত্রুটির কারণে যে কাউকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তদন্তকারীরা নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
পরিবেশ মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে কিংবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।