জার্মানিতে ৫০ লাখের বেশি মুসলমান বাস করেন৷ প্রথম প্রজন্মের মুসলিমদের বেশিরভাগই মৃত্যুর পর নিজ দেশে সমাহিত হতে চান৷ আর পরবর্তী প্রজন্মের বেশিরভাগ জার্মানিতেই থেকে যেতে চান৷
‘‘জার্মানিতে সমাহিত হতে চাওয়া মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে,’’ বলে ডয়চে ভেলেকে জানান সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের চেয়ারম্যান সামির বুয়াইসা৷
তিনি জার্মানিতে এমন একটি কবরস্থান তৈরি করতে চাইছেন যেটা পরিচালনার দায়িত্বে শুধু মুসলমানরা থাকবেন৷ ভুপার্টাল শহরে সেটি গড়ে তোলা হবে৷ এর কাছে প্রোটেস্টান্টদের একটি পুরনো কবরস্থান ও ইহুদিদের একটি নতুন কবরস্থান আছে৷ ‘‘এই তিনটি কবরস্থানের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে, যেখানে শেষকৃত্যের জন্য তিনটি আলাদা রুম থাকবে,” বলে জানান বুয়াইসা৷
বর্তমানে জার্মানিতে ৩০ হাজারের বেশি কবরস্থান আছে৷ এর এক-তৃতীয়াংশ গির্জা কর্তৃপক্ষ, আর বাকিগুলো শহর কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে৷
বুয়াইসা বলেন, ভবিষ্যতে জার্মানিতে মুসলমানদের কবর দেয়ার জন্য আরও জায়গা লাগবে, কারণ ২০১৫ ও ২০১৬ সালে যে শরণার্থীরা জার্মানিতে এসেছেন তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা কম৷
বার্লিন রাজ্যের সেনেট গতমাসে জানায়, এ বছর অন্তত আরও তিনটি কবরস্থানে মুসলমানদের জন্য কবর দেয়ার জায়গার ব্যবস্থা করা হচ্ছে৷