অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ১০২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৮২ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় ইসরায়েলি সেনাবাহিনী বিপুল সংখ্যক সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে আক্রমণ করে। সেনাবাহিনী শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং দুই ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলাম এবং মোহাম্মদ আবদুল ঘানিকে একটি বাড়ির মধ্যে ঘেরাও করে। এরা দুজনই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
লায়ন্স ডেন নামের একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তরুণ ফিলিস্তিনিরা সাঁজোয়া যান লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে’। তবে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।