ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় অধ্যায় তিক্ততায় শেষ হয়েছে। এক সাক্ষাৎকারে ইংলিশ ক্লাবকে নিয়ে কঠোর সমালোচনা করায় ছাড়াছাড়ি হয় তাদের। সিআরসেভেন এখন নতুন জীবন শুরু করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। আর ফিরতে চান না ম্যানইউতে।
নভেম্বরে ম্যানইউ ছেড়ে আসেন রোনালদো। কাতারে বিশ্বকাপ খেলেছেন ক্লাবের পরিচয় দূরে সরিয়ে। ম্যানইউর স্মৃতি একদমই মুছে ফেলতে চান। তাই তো, সেখানকার বিলাসবহুল বাড়িটি বিক্রি করে দিতে চাইছেন।
ঘনসবুজ চেশায়ার গ্রামের এল্ডারলি এজে অবস্থিত পুরোনো বাড়িটি বেচে দিচ্ছেন রোনালদো। স্টেট এজেন্ট জ্যাকসন স্টপস এই প্রপার্টি বিক্রির দায়িত্বে আছেন। নিজস্ব ইনডোর সুইমিং পুল, একটি জিম, প্যাডেল ও টেনিস কোর্ট, স্পা এরিয়া ও বিশাল সিনেমা রুমের এই বাড়িটিতে রয়েছে সাতটি বেডরুম। ২৩ একরের ওপর অবস্থিত এই বাড়িকে ‘আধুনিক নকশার মাস্টারপিস’ উল্লেখ করেছেন জ্যাকসন স্টপস।
বাড়িটির দাম ধরা হয়েছে কত, জানেন? ৫৫ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৭১ কোটি টাকা!