ইউক্রেনে আগ্রাসনের এক বছর যখন পূর্ণ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা বাকী, তখন কিয়েভের ওপর হামলা তীব্র করছে মস্কো। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি গ্রোমভ জানিয়েছেন, রাশিয়া গ্রীষ্মের মধ্যে পূর্ব ইউক্রেনের শিল্প অঞ্চল দোনবাস দখলের লক্ষ্য নির্ধারণ করেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এর এক বছর পূর্ণ হতে যাচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে ভয়াবহ লড়াই চলছে।
তিনি বলেছেন,‘শত্রু রিজার্ভ সেনা তলবের সুবিধা পেয়ে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ইউনিটগুলোকে নিঃশেষ করার প্রচেষ্টায় হামলা তীব্রতর করছে। স্বল্প মেয়াদে ক্রেমলিনের জন্য দোনেতস্ক অঞ্চলের মূল বসতিগুলি দখল করা এবং গ্রীষ্মের আগে দোনেতস্ক ও লুহানস্ক অঞ্চলগুলো (সব) দখল করা গুরুত্বপূর্ণ।’
আঞ্চলিক রাজধানী দোনেতস্কের উত্তরে বাখমুত দখরের জন্য লড়াই এতটাই তীব্র হয়েছে যে উভয় পক্ষের কমান্ডাররা একে ‘মাংস পেষণ’ হিসাবে উল্লেখ করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সি বলেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতি বাখমুতে, যেখানে শত্রুরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সত্ত্বেও বাখমুতকে ঘিরে ফেলার প্রচেষ্টা ত্যাগ করছে না।’