মার্কাস র্যাশফোর্ডের ক্যারিয়ারে বসন্ত এসেছে। উড়ছেন ইংলিশ ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতেই অন্যরূপে তিনি। এই বদলে যাওয়ার রহস্য উন্মোচন করলেন দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে।
এই উড়ন্ত ফর্মের পেছনে তার মানসিক শক্তি ও পারফর্ম করার তীব্র আকাঙ্ক্ষা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বললেন র্যাশফোর্ড। দীর্ঘদিন কাঁধের চোটের সঙ্গে সংগ্রামকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেই সময়ের কথা ভোলেননি ম্যানইউ ফরোয়ার্ড, ‘আমি মনে করি না ক্লাবের বাইরের কেউ জানে কত দিন আমি এইসব (ইনজুরি) সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। এটা শুধু এক মৌসুমের ব্যাপার নয়, দীর্ঘ সময়। প্রতিটি দিন ছিল কঠিন এবং নিজেকে বিসর্জন দিতে হয়েছে। আমি শুধু যতটা বেশি সম্ভব মাঠে থাকতে চেয়েছি, সেখানেই আমি সুখ খুঁজে পেয়েছিলাম।’
এই মৌসুমে সব প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে ২৪ গোল করে ম্যানইউর শীর্ষ গোলদাতা র্যাশফোর্ড। কদিন আগে লেস্টার সিটির বিপক্ষে গোল করে ওল্ড ট্র্যাফোর্ডে টানা সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে গোলের রেকর্ডে ক্লাব লিজেন্ড ওয়েন রুনির পাশে বসেছেন।
দারুণ ফর্ম ফিরে পেতে মানসিক উন্নতির কথা বললেন র্যাশফোর্ড, ‘ফুটবল সম্ভবত ৯৫ ভাগ মানসিকতার খেলা। এটাই আপনাকে পারফর্ম করার ভিত গড়ে দেয়। অনেক খেলোয়াড়ের সামর্থ্য আছে দেখেই তারা শীর্ষ পর্যায়ে খেলে। কিন্তু তাদের আলাদা করে দেয় মানসিকতা। আমি দুই দিকেই আছি। আমি এর শক্তি ও মূল্য বুঝি। এটা সবসময় আমার মাথায় রাখার চেষ্টা করি। ম্যাচ ও ট্রফি জেতার জন্য এটা প্রয়োজন।’