মুম্বাইয়ের আলীবাগের আবাস গ্রামে সম্প্রতি একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত। আলীবাগের বাংলোটি কেনার সব আনুষ্ঠানিকতা করেছেন তার বড় ভাই বিকাশ কোহলি। আরেকটি বিশেষ কারণে এই বাংলোটি আলোচনায়, এই প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইনার বলিউড অভিনেতা সঞ্জয় খানের মেয়ে ও হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান।
কোহলির এই বিলাসবহুল বাংলোর দাম বলা হচ্ছে ৬ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি খবরের উদ্ধৃতি দিয়ে ইনসাইড স্পোর্টস লিখেছে, ‘বিরাট কোহলি আবাস গ্রামে ২০০০ বর্গফুটের একটি ভিলায় ৬ কোটি রুপি খরচ করেছেন। তিনি এই সম্পত্তির স্ট্যাম্প ডিউটি হিসাবে ৩৬ লক্ষ রুপি খরচ করেছেন।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে যে কোহলির বিলাসবহুল বাংলোয় ৪০০ বর্গফুটের একটি সুইমিং পুলও তৈরি করা হয়েছে। আলিবাগ এলাকায় এটি বিরাট ও আনুষ্কা শর্মার এটি দ্বিতীয় সম্পত্তি। গত বছর সেপ্টেম্বরে ১৯.২৪ কোটি রুপি দিয়ে সেখানে একটি ফার্মহাউজ কিনেছিলেন এই দম্পতি। সেখানে স্ট্যাম্প ডিউটি দিয়েছেন সোয়া এক কোটি টাকা।
আবাস লিভিং আলিবাগ এলএলপির আইনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট মহেশ মাত্রে। তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আবাস একটি পছন্দের গন্তব্য। এছাড়াও, মান্ডওয়া জেটি আবাস থেকে পাঁচ মিনিটের দূরত্বে এবং স্পিড বোটগুলি এখন মুম্বাইয়ের দূরত্ব ১৫ মিনিটে কমিয়ে দিয়েছে।’
মহেশ জানান, কোহলি খেলা নিয়ে ব্যস্ত থাকায় তার ভাই বিকাশ সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।