আবারও শীর্ষ ধনীর খেতাব জিতেছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে সোমবার শীর্ষ ধনীর অবস্থানে ফিরেছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের প্রধান নির্বাহী বার্নার্ড আরনাল্ট টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী ইলান মাস্ককে শীর্ষ ধনীর পদ থেকে সরিয়ে দেন। এর পর মাস্ক দুই মাসেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্থানে ছিলেন। তবে সম্প্রতি টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও প্রথম স্থানে ফিরেছেন মাস্ক।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, সোমবার পর্যন্ত মাস্কের মোট সম্পদ ছিল প্রায় ১৮৭ দশমিক ১ বিলিয়নের। আর আর্নল্টের সম্পদ ছিল ১৮৫ দশমিক ৩ বিলিয়নের।
চলতি বছর টেসলার শেয়ারের দাম ৭০ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গের মতে, অর্থনৈতিক শক্তির লক্ষণ এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির ধীর গতির মধ্যে বিনিয়োগকারীরা ঝুঁকি বৃদ্ধির শেয়ারে পুনঃবিনিয়োগ করার কারণে টেসলার শেয়ারের দাম বেড়েছে।