ইউক্রেনের বাখমুত শহরের অভ্যন্তরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা সদস্যরা। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তারা বিভিন্ন সড়কে লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই করছে। শহরটির উপ-মেয়র শনিবার এ তথ্য জানিয়েছেন।
অলেক্সান্ডার মারচেনকো বিবিসিকে জানিয়েছেন, শহরে থেকে যাওয়া বাকি চার হাজার বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ বা পানির সরবরাহ ছাড়াই আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। শহরটি ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে।
বাখমুতের দখল নিতে কয়েক মাস ধরে যুদ্ধ করছে রুশ সেনারা। চলতি সপ্তাহে শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা। এই শহরটি দখল করতে পারলে তা হবে গত কয়েক মাসের মধ্যে রাশিয়ার বড় ধরনের বিজয়।
মারচেনকো বলেছেন, ‘শহরের কাছাকাছি লড়াই চলছে এবং রাস্তায় সংঘর্ষ হচ্ছে।’
তিনি অভিযোগ করেছেন, রাশিয়ানদের শহরটিকে বাঁচানোর ‘কোনও লক্ষ্য নেই’ এবং তারা ‘ইউক্রেনের জনগণের ওপর গণহত্যা’ চালাতে চায়।
মারচেনকো বলেছেন, ‘বর্তমানে শহরের কোনও যোগাযোগ ব্যবস্থা নেই তাই এটি বিচ্ছিন্ন, সেতুগুলো ধ্বংস করা হয়েছে।’