বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানে জয় পায় ইংল্যান্ড। এই ম্যাচে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস। এই ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আর খেলা হচ্ছে না তার। দেশে ফিরে যাচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন মুখপাত্র বলেছেন, ‘জ্যাকস পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দেশে ফিরে যাবেন।’
অবশ্য এই ইনজুরি শঙ্কায় ফেলে দিয়েছে উইল জ্যাকসের আইপিএলে খেলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ৩.২ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ২ এপ্রিল বেঙ্গালুরুর প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়ার পর থেকেই উইল জ্যাকস অবশ্য দৌড়ের ওপর আছেন। সেপ্টেম্বরে পাকিস্তান সফরে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়। এরপর পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে নভেম্বরে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান অনুশীলন ক্যাম্প করতে। পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৬ উইকেট নেন তিনি।
এরপর জানুয়ারিতে তিনি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে (এসএ২০) প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেন। সেখান থেকে ইংল্যান্ডের ব্যাকআপ টেস্ট স্পিনার হিসেবে উড়ে যান নিউ জিল্যান্ডে। দ্বিতীয় টেস্টের দলে সুযোগ না মিললে নিউ জিল্যান্ড থেকে তিনি উড়ে আসেন বাংলাদেশে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের তিনদিন আগে তিনি আসলেও তার লাগেজ আসে ৪৮ ঘণ্টা পর। এ সময় তাকে অনুশীলন করতে হয় সতীর্থদের কিট ধার করে নিয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ ও দ্বিতীয় ওয়ানডেতে ১ রান করেন তিনি। পাশাপাশি দুই ওয়ানডেতে ১১ ওভার বোলিং করে উইকেট নেন ১টি।
ইংল্যান্ড অবশ্য এখনো উইল জ্যাকসের বদলি হিসেবে কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি। আগামীকাল তৃতীয় ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। সেক্ষেত্রে ১৩ সদস্যের দল থেকেই তাদের একাদশ সাজাতে হবে। পরবর্তীতে দলের কেউ অসুস্থ হলে কিংবা ইনজুরি পড়লে বেশ খানিকটা সমস্যাই পড়তে হবে সফরকারীদের।
অবশ্য জ্যাকসের পরিবর্তে জ্যাসন রয় কিংবা জেমস ভিন্সকে দলে অন্তর্ভূক্ত করতে পারে ইংল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে খেলে তাদের আবার পাকিস্তানে ফিরতে হবে পিএসএল-এর ম্যাচ খেলতে।
এদিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে ছুটিতে যাওয়া বেন ডাকেট টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বাংলাদেশে এসে পৌঁছাবেন।