পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে রোববার ইমরান তার লাহোরের বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিলেও পুলিশ তাকে ‘খুঁজে পায়নি।’
তোশাখানা মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রোববার ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। রোববার সকাল থেকেই একের পর এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে পিটিআই কর্মীদের তোপের মুখে পুলিশ অভিযানে সফল হতে পারেনি। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, পিটিআই প্রধান গ্রেপ্তার এড়াচ্ছেন। স্থানীয় সময় বিকেলে আবারও পুলিশ টুইটে জানায়, পুলিশ সুপার ইমরানের ঘরে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং গ্রেপ্তারের জন্য তাকে পাওয়া যায়নি।
তবে পুলিশের দাবিকে নস্যাৎ করে দিয়ে কিছুক্ষণ পরেই বাড়ির ব্যালকনিতে হাজির হন সাবেক প্রধানমন্ত্রী।
সমর্থকদের উদ্দেশে ইমরান বলেছেন, তিনি ‘কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে কখনও মাথা নত করেননি এবং আপনাদেরকেও তা করতে দেব না।’
সরকারের বিরুদ্ধ আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘দেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলা করতে হবে একটি গোষ্ঠী হয়ে নয়, বরং একটি জাতি হয়ে।’