গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ট্রেন দুর্ঘটনায় নিহত ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। একটি ফেসবুক বার্তায় তিনি এ ক্ষমা চেয়েছেন বলে রোববার জানিয়েছে বিবিসি।
মিসোটাকিস বলেছেন, ‘২০২৩ সালের গ্রিসে… বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন একই লাইনে চলতে পারে না এবং কেউ এটি দেখেনি। প্রধানমন্ত্রী হিসেবে, আমি সবার কাছে দায়বদ্ধ, তবে নিহতদের আত্মীয়স্বজনদের অধিকাংশের কাছে ক্ষমা চাই।’
গ্রিসের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫৭ জন নিহত হয়। এ ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে গ্রিসে।
রোববারও রাজধানী এথেন্সে বিক্ষোভ হয়েছে। পুলিশের ধারণা ১২ হাজার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছিল। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু বিক্ষোভকারী ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে জবাব দেয়।