বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। ব্যক্তিগত জীবনে একডজন নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এ তালিকায় রয়েছেন— নন্দিতা মাহতানি, নার্গিস ফাকরি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ প্রমুখ। সর্বশেষ বলিউড অভিনেত্রী আলিয়ার বাহুডোরে ধরা দিয়েছেন এই নায়ক।
ভালোবেসে প্রিয় মানুষ আলিয়ার সঙ্গে মালাবদল করেন রণবীর কাপুর। এ দম্পতির সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। কিন্তু স্ত্রী আলিয়ার সঙ্গে কি মিথ্যা কথা বলেন রণবীর? সম্প্রতি কপিল শর্মা শোয়ে অতিথি হিসেবে হাজির হয়ে এ প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেতা।
রণবীরের ভাষায়— ‘‘হোয়াইট লাই’ আমাদের জীবনেরই একটি অংশ। কখনো কখনো মিথ্যা বলতে হয়। কিন্তু যার কাছে মিথ্যা বলছি, এটি তার জন্যই লাভজনক।’’ রণবীর ভীষণ বউভক্ত। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘বিগত অনেক বছর ধরে আমি কোনো বিতর্কে জড়াইনি। যার কারণে আমাকে কিছু গোপন করা বা মিথ্যা বলার প্রয়োজন হয়নি। বলতে চাইছি, আমি খুবই পত্নীনিষ্ঠ ভদ্রলোক।’’
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তান জন্ম দেন আলিয়া।