কাতার বিশ্বজাপের পর থেকেই প্যারিস সেন্ত জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে শুরু হয় আলোচনা। ক্লাবের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের বনিবনা না হওয়ায় বেশ কয়েকবার তাকে বিক্রি করে দেওয়ারও গুঞ্জন উঠেছিল।
এবার সেই গুঞ্জন আরেকটু উস্কে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে ডুগারি। তার মতে, নেইমার না থাকলে পিএসজি আরও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠবে। তিনি আরও মনে করেন, নেইমারকে ইনজুরির আগেই বাদ দেওয়া উচিত ছিল।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ফরাসি লিগের খেলায় লিলের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। তখন মনে হয়েছিল ইনজুরিটা বেশ গুরুতর। সেই ভাবনাই অবশেষে সত্যি হলো। গোঁড়ালির চোটে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের ইনজুরির পরের ম্যাচগুলোয় স্বাভাবিকভাবেই জয় তুলে নিয়েছে পিএসজি। আর এই সুযোগটাই যেন খুঁজছিলেন ডুগারি। সোজা বলে দিলেন নেইমার না থাকলে পিএসজি আরও ভারসাম্যপূর্ণ দলে পরিণত হবে।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা সাবেক এই ফুটবলার বলেন, ‘এটাই ক্রিস্টোফে গ্যালিতিয়ের (পিএসজি কোচ) সামনে নেইমারকে বাদ দেবার সাহস দেখানোর মোক্ষম সুযোগ। এটাই (নেইমারকে বাদ দেওয়া) একমাত্র সমাধান।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি নেইমারকে বাদ দিলে পাঁচ মিডফিল্ডার ও দুই স্ট্রাইকার নিয়ে এই দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। নেইমারের ইনজুরিটা গ্যালিতিয়ের জন্য সুবিধাজনক হয়ে এসেছে।’
জানা গেছে, চলতি বছরের গ্রীষ্মের দলবদলেই ৩১ বছর বয়সী নেইমারকে বাজারে তুলতে চেয়েছিল ফরাসি জায়ান্টরা। এর আগে ২০১৭ সালে দলবদলের বাজারে বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।