ওয়াশিংটন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন অনিবার্য সংঘাতের দিকে যাবে। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এই সতর্কবার্তা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সংবাদাধ্যমের সামনে তার প্রথম উপস্থিতিতে কিন গ্যাং আগামী বছরগুলির জন্য চীনের পররাষ্ট্র নীতির এজেন্ডার রূপরেখা প্রকাশ করেছেন। এসময় তিনি রাশিয়ার সাথে চীনের সম্পর্ককে আরও জোরদারের কথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা উত্তেজনা এবং সংঘাতের উৎস বলে দাবি করেছেন কিন গ্যাং।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পক্ষ দাবি করেছে যে তারা চীনকে টেক্কা দিতে চেয়েছিল কিন্তু সংঘর্ষ চায়নি। ‘কিন্তু বাস্তবে’ মার্কিন পক্ষের তথাকথিত প্রতিযোগিতা হল সর্বাত্মক নিয়ন্ত্রণ এবং দমন যেটি একটি শূন্যের খেলা যেখানে আপনি মরেন এবং আমি বাঁচি।
তিনি বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রেকে পা না দেয় এবং ভুল পথে গতি বাড়াতে থাকে, তবে কোনভাবেই ট্রেন লাইনচ্যুত হওয়া রোধ করতে পারে না এবং অবশ্যই সংঘর্ষ ও সংঘর্ষ হবে।’