গত ২ মার্চ নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের মান্নতের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দুই ব্যক্তি। যদিও শেষ রক্ষা হয়নি; পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বাড়িতে অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এবার জানা গেলো, শাহরুখ খানের মেকআপ রুমে এই দুই ব্যক্তি ৮ ঘণ্টা লুকিয়ে ছিলেন। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই দুই ব্যক্তি শাহরুখ খানের (মান্নত) মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে ছিলেন। তারা রাত ৩টা সময় বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরের দিন সকাল সাড়ে ১০টায় নিরাপত্তকর্মীদের হাতে ধরা পড়েন।’
শাহরুখের বাংলোর ম্যানেজার কলিন ডি’সুজা পুলিশকে তার বিবৃতিতে জানিয়েছেন, ২ মার্চ সকাল ১১টায় পুলিশকে ফোন করে নিরাপত্তারক্ষী। পুলিশকে তারা জানায়, দু’জন লোক বাংলোতে প্রবেশ করেছে।
অভিযুক্ত এই দুই ব্যক্তির নাম পাঠান সাহিল সলিম খান এবং রাম সরফ কুশওয়াহা। তারা গুজরাটের ভারুচ থেকে শাহরুখ খানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন— ‘পাঠান’ তারকা শাহরুখ খানের সঙ্গে দেখা করতেই মান্নতের বাড়ি গিয়েছিলেন তারা।
বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি। ২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি পর চলতি বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হয়েছেন কিং খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে দর্শকদের।