ইউক্রেনের বাখমুত শহরের পূর্ব অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপ। বুধবার গোষ্ঠীটি এ দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স।
যদি দাবিটি সত্য হয় তবে এর অর্থ হবে রাশিয়ান বাহিনী গত কয়েক মাসের মধ্যে তাদের প্রথম বড় বিজয় নিশ্চিত করছে ইউক্রেনে।
ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তার যোদ্ধারা বাখমুত দখলের জন্য রাশিয়ান অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তারা এখন শহরের পূর্বাঞ্চল দখল করেছে।
প্রিগোজিন টেলিগ্রাম অ্যাপে বলেছেন, ‘বাখমুটকা নদীর পূর্বের সবকিছু সম্পূর্ণরূপে ওয়াগনারের নিয়ন্ত্রণে রয়েছে।’
নদীটি বাখমুত শহরকে দ্বিখণ্ডিত করেছে। এটি দোনেতস্ক অঞ্চলের এক প্রান্তে অবস্থিত যা ইতিমধ্যে রাশিয়ার দখলে রয়েছে। শহরের কেন্দ্রটি নদীর পশ্চিম দিকে অবস্থিত।
তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাখমুত দখলে রাখতে তারা এখনও লড়াই করছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার সকালে বলেছেন, ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সত্ত্বেও, … বখমুত শহরে পাল্টা হামলা অব্যাহত রাখা হয়েছে।’