‘কৃষ্ণকলি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক— ২০২১ সালে এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, এমনকি বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কাঞ্চন।
সময়ের সঙ্গে বিষয়টি কিছুটা আড়ালে চলে যায়। কিন্তু কয়েক মাস পরপর শিরোনাম হন শ্রীময়ী-কাঞ্চন। কখনো বিয়ের খবরে, কখনো কাঞ্চনের বাড়িতে পূজার দায়িত্ব নিয়ে আলোচনায় উঠে আসেন শ্রীময়ী। সম্প্রতি শ্রীময়ী লন্ডনে ঘুরতে গিয়েছিলেন, ওই সময়ে সেখানে শুটিং করছিলেন কাঞ্চনও। যদিও তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি।
কয়েক দিন আগে ছিল দোলপূর্ণিমা, যাকে হোলিও বলা হয়। এদিন একসঙ্গে আবির মেখেছেন বলে জোর গুঞ্জন উড়ছে টলিপাড়ায়। আর এই গুঞ্জনের সূত্রপাত শ্রীময়ী-কাঞ্চনের পোস্ট করা কয়েকটি ছবিকে কেন্দ্র করে। কারণ দুটো ছবির ব্যাকগ্রাউন্ড একই। আর সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা।
আপাতত সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন ব্যস্ত বিধানসভা ও সিনেমার শুটিং নিয়ে। আজ ঘোষণা হয়েছে, তার পরবর্তী সিনেমা নাম। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির পুজার সিনেমা ‘রক্তবীজ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে।