রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে স্পেনের ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে। তাতে বড় শাস্তি পাওয়ার সম্ভাবনা বার্সেলোনার। পয়েন্ট কেটে নিয়ে তাদের অবনমনও করতে পারে লা লিগা কর্তৃপক্ষ।
কাতালানের ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ১.৪ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫ কোটি টাকা প্রদান করেছে।
২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এই অর্থ প্রদান করা হয়। বার্সা তাৎক্ষণিকভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। অর্থ দেওয়ার কথা স্বীকার করে নিলেও সেটি দ্বারা ম্যাচের ফল প্রভাবিত করার কোনও উদ্দেশ্য ছিল না বলে জানায় বার্সা।
কয়েকদিন আগে দল বদলের ব্যাপারে অনিয়ম করে ১৫ পয়েন্ট জরিমানার মুখে পড়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এবার একই ধরনের শাস্তি চোখ রাঙাচ্ছে বার্সেলোনাকেও। তবে শাস্তির মাত্রা বড় হয়ে লা লিগা থেকে অবনমিতও হয়ে যেতে পারে লিওনেল মেসির সাবেক ক্লাব।