রুশ যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর একটি মার্কিন ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার এ অভিযোগ করেছে।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। সংঘর্ষের আগে রাশিয়ার যুদ্ধবিমান ড্রোনটির পথে জ্বালানি ফেলেছিল। পরেএটির গতিরোধের চেষ্টা করে।
রাশিয়া বলছে, ড্রোনটি একবার হঠাৎ তার অবস্থান পরিবর্তন করার পরই সেটি বিধ্বস্ত হয়। তাদের সুখোই-২৭ যুদ্ধবিমানের সঙ্গে ড্রোনের কোনও সংঘর্ষ হয়নি।
পেন্টাগন বলেছে, এমকিউ-৯ ড্রোনটি ‘ওড়ার অযোগ্য’ হয়ে পড়লে এটি নামিয়ে আনা হয়।
মার্কিন সেনা বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্য ইউরোপের স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ড্রোনটির সঙ্গে রুশ যুদ্ধবিমান দুটির মোকাবিলা হয়।
এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের আগে বেশ কয়েকবার এসইউ-২৭ যুদ্ধবিমান ‘বেপরোয়া, পরিবেশের জন্য ক্ষতিকর এবং অ-পেশাদার উপায়ে’ ড্রোনটিতে জ্বালানি ফেলেছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , এমকিউ-৯ রিপার ড্রোনটি তার ট্রান্সপনডার বন্ধ করে উড়ছিলো। ট্রান্সপনডার হচ্ছে একটি যোগাযোগ যন্ত্র যা, বিমানকে ট্র্যাক করা বা অবস্থান জানার কাজে ব্যবহৃত হয়।