রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে গ্রেপ্তারের প্রচেষ্টাকে মস্কো ‘যুদ্ধ ঘোষণা’ হিসাবে দেখবে।
বুধবারের তিনি বলেছেন, পুতিনকে গ্রেপ্তার করা হলে রাশিয়ার অস্ত্র একটি দেশে আঘাত হানবে।
মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে বারবার পারমাণবিক হুমকি দিয়েছেন মেদভেদেভ
গত সপ্তাহে ইউক্রেনে হামলার জন্য পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। আদালত ওই অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
অপরাধ আদালতকে হুমকি দিয়ে মেদভেদেভ বলেছেন, ‘আসুন কল্পনা করা যাক – এটা স্পষ্ট যে এটি এমন পরিস্থিতি হয়তো কখনই ঘটবে না – তবুও আসুন কল্পনা করা যাক এটি ঘটছে। একটি পারমাণবিক রাষ্ট্রের বর্তমান প্রধানকে বলছেন, জার্মানির ভূখণ্ডে আসেন এবং গ্রেপ্তার হন। এটি কী? রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।’
মেদভেদেভ বলেছেন, এমনটা যদি ঘটে তাহলে ‘আমাদের সব প্রচেষ্টা, রকেট এবং অন্যান্য অস্ত্র বুন্ডেস্ট্যাগে চ্যান্সেলর অফিসের এবং আরও অনেক কিছুর ওপর পড়বে।’