নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীদের পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ দিরহাম জরিমানা করা হবে। আজ শুক্রবার (২০ মার্চ) দেশের আইন মন্ত্রণালয়ের সূত্রে স্থানীয় আরবি পত্রিকা আল খালিজ জানায়, আমিরাতে কেউ যদি ১৪ দিনের নির্দিষ্ট কোয়ারেন্টাইন না মানে বা বাহিরে ঘুরাফেরা করেন তাহলে ৫ বছরের জেল হওয়ার পাশাপাশি ৫০ হাজার থেকে ১ লক্ষ দিরহাম ( ১১ থেকে ২৩ লাখ টাকা) জরিমানা করা হবে। করোনাভাইরাস সংক্রামণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টাইন লঙ্ঘনের বিরুদ্ধে এই ব্যবস্থা। উল্লেখ্য, আমিরাতে এই পর্যন্ত ১৪০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এরমধ্যে ৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.