সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এই জোটে কুয়েতও অংশ নিয়েছে। এই তিন দেশ আগামী মে মাস থেকে তেলের উৎপাদন দৈনিক সাত লাখ ৭২ হাজার ব্যারেল কমাবে। রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মে মাস থেকে সাত লাখ ৭২ হাজার ব্যারেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে এবং বছরের বাকি সময় এভাবেই চলবে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদের জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘তেলের বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা।’
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক অক্টোবরে প্রতিদিন ২০ লাখ ব্যারেল করে উৎপাদন কমিয়ে দেয়। এরপর আবার প্রায় আট লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিলো ওপেকের তিন দেশ।
তেলের এই উৎপাদন কমিয়ে দেওয়ার এই হার ২০২০ সালে কোভিড মহামারির পর থেকে সবচেয়ে বেশি। তেল উৎপাদনকারী দেশগুলোর এই সিদ্ধান্ত আরও মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আরও বাড়াতে পারে।