তেহরান ও রিয়াদে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। দীর্ঘ বৈরী দুই দেশ নিজেদের মধ্যে বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মধ্যকার বৈঠকে এসব সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে দীর্ঘ এক বছরের বিবাদের পর করমর্দন করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রযুক্তিগত দলগুলি ফ্লাইট পুনরায় শুরু করা, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সফর এবং দুই দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদানের সুবিধা হ সহযোগিতা সম্প্রসারণের উপায়গুলি পরীক্ষা করার জন্য সমন্বয় অব্যাহত রাখবে।’
এতে বলা হয়েছে, ‘দুই পক্ষ বেইজিং চুক্তির বাস্তবায়ন এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রগুলোকে প্রসারিত করতে এবং এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি তৈরিতে সহায়তা করে এমন বিষয় অনুসরণ করার গুরুত্বের উপর জোর দিয়েছে।’
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি আল জাজিরাকে বলেছেন, ইরান ও সৌদি আরব এর আগে ‘বেশিরভাগ সময় প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনার দিকে মনোনিবেশ করেছিল, কিন্তু এখন তারা অভিন্ন বিষয়ে ফোকাস করার কথা বলছে … সহযোগিতার উপর জোর দেওয়ার কথা বলছে।’
গত মার্চে বেইজিংয়ের মধ্যস্থতায় নিজেদের মধ্যকার দীর্ঘ বৈরি সম্পর্কের অবসানের ঘোষণা দেয় ইরান ও সৌদি আরব। এর আগে যুক্তরাষ্ট্রের উস্কানিতে আঞ্চলিক দুই দেশ বিবাদে জড়িয়ে পড়েছিল।