চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া শুরু করেছে। তিন দিনের এই মহড়া শনিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তাইওয়ানকে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে বেইজিং। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে ভাবতেই পছন্দ করে।
গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের হুমকি উপেক্ষা করে সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে যান। শনিবার তিনি সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পর চীন সামরিক মহড়া শুরু করে। এই মহড়াকে তাইওয়ানের প্রতি ‘কঠোর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে চীন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪২টি চীনা সামরিক বিমান এবং আটটি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এই লাইনটি চীনা এবং তাইওয়ানের ভূখণ্ডের মধ্যে একটি অনানুষ্ঠানিক বিভাজন রেখা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই সামরিক মহড়া ‘একসাথে তাইওয়ান দ্বীপের চারপাশে টহল এবং এর দিকে এগুনোর কাজ করবে, সর্বত্র ঘেরাও এবং প্রতিরোধের ভঙ্গি তৈরি করবে।’