জাতীয় নির্বাচনের আগে ভারতের উত্তর প্রদেশের মুসলিম ভোটারদের সমর্থন আদায়ে কাওয়ালি গেয়ে বার্তা দেবে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতাকর্মীরা। এ লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।
রাজ্য বিজেপির সংখ্যালঘু বিষয়ক সদস্য সৈয়দ এহতেশাম উল হুদা আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সুফি সংবাদ মহা অভিযান’ নামে একটি প্রচারাভিযানে মুসলিম বুদ্ধিজীবী ও জনসাধারণের সাথে আলোচনা করবে।
হুদা জানান, বিজেপির মুসলিম নেতারা মাজার-দরগাহগুলো পরিদর্শন করবেন এবং কাওয়ালি পরিবেশনার আয়োজনে সহায়তা করবেন। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যে কাজ করেছে তা তুলে ধরা হবে। মুসলমানরা সুফি মাজারে যেতে চান তারা কাওয়ালি শুনতে পারবেন এবং বিজেপি সরকারের পরিকল্পনা সম্পর্কে তথ্য পাবেন। রাজ্যে নাগরিক নির্বাচনের পরে এই প্রচারটি উত্তর প্রদেশের প্রতিটি শহরের প্রধান দরগায় সংগঠিত হবে। এই উদ্দেশ্যে, উত্তর প্রদেশের বিজেপি সংখ্যালঘু সেলের অফিস থেকে সুফি মাজার এবং এর খাদিমদের একটি তালিকা চাওয়া হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতারাও সুফি দরগাহগুলোতে কাওয়ালি পরিবেশনায় উপস্থিত থাকতে পারেন।
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মুসলিম ভোটারদের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছি। বিজেপি সংখ্যালঘু সেল সারা দেশে সুফি সংলাপ প্রচার চালাবে।’