ভারতের মহারাষ্ট্রে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ৯ জনের মৃত্যু হয়েছে। একইসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৫ জন। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের রাজধানী মুম্বাইতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২০ জন এবং মারা গেছেন দুজন। বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪২১ জন। এর মধ্যে মুম্বাইতে রয়েছে এক হাজার ৫৭৭ জন। মঙ্গলবার রাজ্যটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৯১৯ জন। ওই দিন মারা যায় এক জন আক্রান্ত।
করোনা মহামারি শুরুর পর ভারতের এই রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮১ লাখ ৫২ হাজার ২৯১ জন এবং এক লাখ ৪৮ হাজার ৪৭০ জন মারা গেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রনের এক্সবিবি.১.১৬ সাবভ্যারিয়েন্টের কারণে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে লক্ষণের তীব্রতা কম থাকায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম থাকবে। তাই এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়।