উত্তর কোরিয়া বৃহস্পতিবার নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপর জাপানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জাপান সরকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।
দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সাম্প্রতিক উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত একটি নতুন অস্ত্র এবং সম্ভবত এতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়া কঠিন জ্বালানির আরও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাজ করছে। এসব ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং পরিবহন করা সহজ এবং প্রায় কোনও সতর্কতা বা প্রস্তুতির সময় ছাড়াই উৎক্ষেপণ করা যায়।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার উড়েছিল। ওড়ার সময় এর সর্বোচ্চ উচ্চতা ছয় হাজার কিলোমিটারের চেয়ে কম ছিল।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় জাপান জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকে উচ্চ কোণে নিক্ষেপ করা হয়েছে বলে মনে হচ্ছে এবং এটি জাপানের ভূখণ্ডে পড়েনি।
জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্ব দিকে সাগরে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল।