সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরে জড়ো হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর সদস্যরাও উত্তরের শহর মারাউইতে ‘আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ করছে, যা সুদানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
তবে আরএসএফ টুইটারে একটি বিবৃতিতে জানিয়েছে, দায়িত্বের অংশ হিসাবে সারা দেশে তার সদস্যদের মোতায়েন করেছে এবং মারাউইতে তাদের কার্যক্রম ছিল ‘আইনের কাঠামোর মধ্যে এবং সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সাথে সম্পূর্ণ সমন্বয়ের মধ্যে কাজ করা।’
আরএসএফ বিশেষ আইনের অধীনে কাজ করে এবং এর নিজস্ব চেইন অব কমান্ড রয়েছে। সংস্থাটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিশেষ করে সুদানের দারফুর অঞ্চলে সংঘাতের সময়।
জেনারেল দাগালো সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের অধীনে কাজ করার সময় রাজনৈতিক সিঁড়িতে আরোহণ করেছিলেন। ২০১৭ সালে তার বাহিনীকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ২০১৯ সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন বশির।