সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের নতুন তরঙ্গ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়াচ্ছে। তবে হাসপাতালগুলো রোগী দিয়ে পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক রোগের সিনিয়র কনসালটেন্ট এবং ইন্টারন্যাশনাল সোসাইটির সভাপতি অধ্যাপক পল তাম্বিয়াহ বলেছেন, যেহেতু বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সাব-ভ্যারিয়েন্টগুলো মূল ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় অনেক কম আক্রমণাত্মক, তাই নিবিড় পরিচর্যার প্রয়োজন এমন রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি তা হচ্ছে, মানব ইতিহাসের প্রতিটি ভাইরাসের সাথে যা ঘটেছে – সময়ের সাথে সাথে, তারা মানুষের সাথে খাপ খাইয়ে নেয় এবং আরও সহজে সংক্রমণযোগ্য এবং কম ভাইরাল হয়ে যায়।’
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং জানিয়েছেন, সিঙ্গাপুর কোভিড -১৯ সংক্রমণের একটি নতুন তরঙ্গের মধ্যে রয়েছে। এক মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজার ৪০০ থাকলেও গত সপ্তাহে তা বেড়েছে চার হাজারে পৌঁছেছে। বর্তমানে আক্রান্ত ১০ জনের মধ্যে তিন জনই পুনঃসংক্রমণের শিকার। সংক্রমণের বাড়লেও বর্তমান সাব-ভ্যারিয়েন্টগুলোতে আরও গুরুতর অসুস্থতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।