ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ খেয়ে শনিবার (১৫ এপ্রিল) ২০ জন মারা গেছেন।এছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি জানায়, লক্ষ্মীপুর, পাহাড়পুর ও মতিহারীর হরসিদ্ধি এলাকায় এসব মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই স্থানগুলো অবস্থিত।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে।
উল্লেখ্য, বিহার সরকার ২০১৬ সাল থেকে ওই রাজ্যে মদ নিষিদ্ধ করেছে।