উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি অস্থায়ী সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন সেনা সদস্য রয়েছে। শুক্রবার দেশটির নিরাপত্তা কর্মকর্তা এবং সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে একটি মসজিদে বোমা হামলায় শতাধিক লোক নিহত হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী একটি দুর্গম উপজাতীয় অঞ্চলের কাছে লাকি মারওয়াত জেলায় বৃহস্পতিবার রাত থেকে সেনারা কয়েক ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘একটি মোটরসাইকেলে আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনীর পোস্টের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে।’ এরপরই সেনাবাহিনী ও হামলকারীদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছে এবং গুলি বিনিময়ের সময় সাত হামলাকারী নিহত হয়েছে।
তাৎক্ষনিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তেহরিক-ই-জিহাদ নামের একটি সংগঠন এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।