রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে চীনের মধ্যস্থতা মানার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলনিক ইউক্রেন যুদ্ধে চীনের মধ্যস্থতার ভূমিকা নেওয়ার সম্ভাবনাকে ‘অবাস্তব নয়’ বলে মন্তব্য করেছেন।
মেলনিক জার্মানির ফাঙ্কে মিডিয়া গ্রুপকে বলেছেন, ‘চীনারা তাদের নিজের স্বার্থ প্রাধান্য দিচ্ছে, তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং সমগ্র বিশ্ব ব্যবস্থার জন্য এই কখনও শেষ না হওয়া ভূমিকম্পের চেয়ে শত্রুতার অবসান বেইজিংয়ের স্বার্থের সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ।’
তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার ১৪ মাস পর প্রথমবারের মতো চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোনালাপ ‘চীনের সাথে আমাদের সম্পর্ক জোরদার করতে এবং রুশ আগ্রাসনের অবসানে একটি বড় পদক্ষেপ ছিল।’