বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভারে জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও পরামর্শ দিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪ মে) রাতে বিএনপির চেয়ারপারসন হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অধ্যাপক ডা. জাহিদ বলেন, গত বছরের আগস্ট মাসে বেগম খালেদা জিয়ার হার্টে একটা ব্লক ধরা পড়েছিল, যাতে রিং পরানো হয়েছে। আরও দুইটা ব্লক ধরা পড়েছে, সেটা সবাই জানেন। হার্টের সমস্যা ছাড়াও ওনার ক্রনিক লিভার ডিজিজের চিকিৎসার জন্য ডাক্তারদের রিকোমেন্ডেশন ছিল টিপস করার জন্য। অর্থাৎ পোর্টাল যে ব্লাড প্রেসার সেটা কমানোর জন্য। এটা এক ধরনের বাইপাস, লিভার হাইপারটেশনের বাইপাস।
তিনি বলেন, সেই সার্জারি বাংলাদেশে হয় না, এমনকি আশপাশের অনেক দেশেও হয় না। সেটির জন্য ডাক্তাররা আগেও রিকোমেন্ডেশন করেছিল মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভ্যান্স সেন্টারে উনার চিকিৎসা করানো জন্য, টিপস করানোর জন্য। এবারও ডাক্তাররা অ্যান্ডোসকপি করানোর পর আবারও সর্বসম্মতভাবে উনার টিপস করানোর জন্য রিকোমেন্ড করেছে। ডাক্তাররা বলেছেন, যত দ্রুত সম্ভব সেটা করতে।
মেডিক্যাল টিমের বরাত দিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার টিপস করলে ওনার পোর্টাল প্রেসার কমবে। আর সেটা কমলে ওনার পোর্টাল হাইপারটেনশনের জন্য যে জটিলতার সৃষ্টি হয়, লিভারের যে জটিলতা হয়, সেই জটিলতাগুলো অনেকাংশে নিরসন হবে। তিনি স্বাভাবিকভাবে আরও বেশি সুস্থ বোধ করবেন। সেজন্যই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য রিকোমেন্ড করেছেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার যে সমস্ত উপসর্গ দেখা দিয়েছিল, সেগুলোর চিকিৎসা ডাক্তাররা গত ৪/৫ দিনে অত্যন্ত নিবিড়ভাবে সম্পন্ন করেছেন। তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা উনাকে বাসায় রেখে উনাদের তত্ত্বাবধানে চিকিৎসা অব্যাহত রাখার পরামর্শ দেওয়ায় ম্যাডাম কিছুক্ষণ আগে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছে। বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। ২৯ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।
ফিরোজার গেটের সামনে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, ডা. রফিকুল ইসলাম, ডা. আল মামুন, হেলেন জেরিন খান, রেহানা আখতার রানু প্রমুখ।