প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে মস্কোর ক্রেমলিন দুর্গে ড্রোন হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। বৃহস্পতিবার ক্রেমলিন এ অভিযোগ করেছে।
হোয়াইট হাউস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বুধবার পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন দুর্গে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা হয় বলে দাবি করে রাশিয়া। মস্কো জানায়, ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি নিস্ক্রিয় করা হয়েছে এবং এই হামলার জন্য ইউক্রেন দায়ী। তবে কিয়েভ এই অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিয়েভ এবং ওয়াশিংটন উভয় ক্ষেত্রেই এটি অস্বীকার করার প্রচেষ্টা একেবারে হাস্যকর। আমরা খুব ভালো করেই জানি যে, এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে, এই ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে সিদ্ধান্তগুলো কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার পিছনে ‘নিঃসন্দেহে’ ছিল এবং ওয়াশিংটন প্রায়ই ইউক্রেনকে তাদের আক্রমণের লক্ষ্য এবং তাদের আক্রমণ করার উপায় নির্ধারণ করে দেয়।
পেসকভ বলেন, ‘এটি প্রায়ই সমুদ্রের ওপার থেকে নির্দেশিত হয় … ওয়াশিংটনকে অবশ্যই স্পষ্টভাবে বুঝতে হবে যে, আমরা এটা জানি।’