পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ২০১৯ সালে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের সিদ্ধান্ত দুই পারমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
শুক্রবার ভারতের গোয়ায় সাংহাই কো-অপারেশনের আঞ্চলিক বৈঠকের সাইডলাইনে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। এক দশকেরও বেশি সময় পর বিলওয়ালই প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী যিনি ভারত সফর করছেন।
২০১৯ সালে বিজেপি সরকার কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে। ওই সময় জম্মু ও কাশ্মিরকে কেন্দ্র নিয়ন্ত্রিত দুটি পৃথক অঞ্চল করা হয়। পাকিস্তান এই পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছে।
বিলাওয়াল ভুট্টো জারদারি সাংবাদিকদের বলেন, ‘আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ভারতের ওপর।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে তার বিরল সফর সত্ত্বেও কূটনৈতিক সম্পর্কের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে রাজনীতি ও পররাষ্ট্র নীতির ব্যাপারে দুই দেশের মধ্যে ‘জিম্মি’ খেলার সম্পর্ক রাখা উচিত নয়।