যুক্তরাজ্যে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের প্রধান নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রজাতন্ত্র আন্দোলন এবং রাজতন্ত্র বিরোধী আন্দোলনের প্রধান নির্বাহি গ্রাহাম স্মিথ ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভের মূল স্থানে বিক্ষোভকারীদের জন্য পানীয় এবং প্ল্যাকার্ড সংগ্রহ করছিলেন। ওই সময় তাকে মধ্য লন্ডনের সেন্ট মার্টিন লেনে পুলিশ অন্য পাঁচজনের সাথে বাধা দেয়। স্মিথের নেতৃত্বে দলটি কয়েকশ প্ল্যাকার্ড সম্বলিত একটি ভাড়া করা ভ্যানের পিছনে হাঁটছিল।
স্মিথকে গ্রেপ্তারের সময় ‘রিপাবলিক’ আন্দোলনের পরিচালক হ্যারি স্ট্র্যাটন ঘটনাস্থলে হাজির হন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা প্ল্যাকার্ড সংগ্রহ করছিলেন এবং পুলিশ তাদের এসময় বাধা দেয়। ছেলেরা কেন এমন করা হচ্ছে, জানতে চাইলে পুলিশ বলেছে, গাড়ি তল্লাশির পর এর উত্তর দেব। তখনই তারা ছয় সংগঠককে গ্রেপ্তার করে।’