আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। জানা গেছে, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে শুরু করতেই তিনি আইপিএল ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তার বিষয়ে ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আর্চার ডান কুনুইর অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এখন তার ওপর চাপ দিয়ে খেলালে সেটা হিতে বিপরীত হতে পারে। সে কারণে সে যুক্তরাজ্যে ফিরে আসছে যাতে করে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং পুরোপুরিভাবে সেরে ওঠে।’
মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে দলে নিয়েছে আরেক ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে।
আর্চার মুম্বাইর হয়ে মোট পাঁচ ম্যাচ খেলেন। কিন্তু খুব বেশি প্রভাব রাখতে পারেননি। পাঁচ ম্যাচে ৯.৫০ গড়ে রান দিয়েছেন। উইকেট নিয়েছেন মাত্র ২টি। যদিও তিনি ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছিলেন।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর কুনুইতে অস্বস্তিবোধ করেন তিনি। এরপর তিনি বেলজিয়ামে উড়ে যান এবং তার বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হন। অবশ্য তিন সপ্তাহের মধ্যেই তিনি আবার ফিরে আসেন মুম্বাই শিবিরে। এরপর মুম্বাইর সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই খেলেন তিনি।
দেশে ফিরে যাওয়ায় আজকে রাতে বেঙ্গালুরুর বিপক্ষে তাকে পাচ্ছে না মুম্বাই।