দেশে সিনেমা সংকটের কারণে বলিউডের সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেয়া হচ্ছে। এদিকে কয়েকদিন আগে শাকিব খানের বিপরীতে ওপারের ইধিকাকে নেয়া হয়।
আর এবার নায়ক আদর আজাদের বিপরীতে টলিউডের দর্শনা বণিককে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হঠাৎ ভারতীয় নায়িকা কেন? এর মধ্য দিয়ে দেশে নায়িকা সংকটের বিষয়টি সামনে চলে এসেছে।
কলকাতার তারকারা এপার বাংলার সিনেমায় কাজ করেছেন সেটা বেশ পুরোনো কথা। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শতাব্দী রায়সহ অনেকেই এদেশের সিনেমায় কাজ করেছেন। ঢাকার অনেক তারকা কলকাতায় গিয়ে কাজ করেছেন। দুই দেশের নির্মাতারাও আসতেন ও যেতেন। সেটা ছিল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক তৈরির একটি সুন্দর প্রচেষ্টা।
ইদানিং বাংলাদেশ থেকে তুলনামূলক কম যাচ্ছে ওপারে। অন্য দিকে দেশের নায়িকা সংকটের বিষয়টিও এখন গুরুতর হয়েছে। প্রথম সারির নায়িকা সংখ্যাও পাঁচের ঘরে। এর মধ্যে মাহি, পরী এখন মাতৃত্বকালীন অবসরে আছেন। অন্যান্য যারা আছেন তারা টুক-টাক কাজ করছেন। শিডিউল জটিলতা, আকাশচুম্বী পারিশ্রমিক হাকানোসহ বিভিন্ন কারণে ওপার থেকে নায়িকা আনতে হচ্ছে নির্মাতাদের। এসব কারণে সাম্প্রতিককালে ভারতীয় নায়িকাদের আনাগোনা বেড়েছে।
তাছাড়া ওপারে যেসব নায়িকারা কাজের সুযোগ পাচ্ছে না ঢালিউড ইন্ডাস্ট্রিতে খুব সহজেই সুযোগ পাচ্ছেন। কম পারিশ্রমিকে সময় সচেতন এসব নায়িকাদের দিয়ে সহজেই কাজ করাতে পারছেন নির্মাতারা। তবে এই ধারাবাহিকতা অব্যহত থাকলে দেশের নায়িকা সংকট আরো বাড়বে। দেশীয় শিল্পীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিপস্টিক’ সিনেমায় আদের বিপরীতে অভিনয় করবেন দর্শনা বণিক। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। অন্যদিকে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ইধিকা পাল।