তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে এগিয়ে থাকতে দেখা গেছে। রোববার তুর্কি সংবাদমাদ্যম হুরিয়াত ডেইলি এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচটি এলাকার আংশিক ফলাফল পাওয়া গেছে। তাতে ইস্তাম্বুলসহ তিনটি এলাকাতে এগিয়ে আছেন এরদোয়ান। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি দুটি এলাকায় এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন।
স্থানীয় সময় রোববার সকাল ৮টায় তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ বন্ধ হয়। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে ২৮ মে দ্বিতীয় দফায় ভোট হবে।