বাজার থেকে দুই হাজার রুপির নোট প্রত্যাহার করে নিতে যাচ্ছে ভারত। এই নোটগুলো বাজারে কম ব্যবহার হওয়ায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার রয়টার্স জানিয়েছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোটগুলো জমা দিয়ে ছোট নোটে পরিবর্তন করে নিতে হবে।
এক বিবৃতিতে , ‘অন্যান্য মূল্যমানের ব্যাংকনোট জনসাধারণের মুদ্রার প্রয়োজন মেটাতে যথেষ্ঠ।’
২০১৬ সালে জালিয়াতি বন্ধ করার জন্য ৫০০ ও এক হাজার রুপির নোট বাজার থেকে প্রত্যাহার করে নেয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ওই সময় দুই হাজার রুপির নোট চালু করা হয়।