পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে সংঘাতের ঝুঁকিতে পড়বে। এক রুশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস শনিবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো শনিবার এফ-১৬ সরবরাহের প্রভাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, ইউক্রেন ন্যাটো দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান চাইছে।
ইউক্রেন এখনও যুদ্ধবিমানের প্রতিশ্রুতি পায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জি-৭ দেশগুলোর নেতাদের বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবে।
গ্রুশকো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করছে। এটি তাদের জন্য বিশাল ঝুঁকি। যে কোনো ক্ষেত্রে, এটি আমাদের সব পরিকল্পনায় বিবেচনা করা হবে এবং আমরা যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছি তা অর্জনের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব উপায় রয়েছে।’