গত মে মাসে রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ১১ হাজার সদস্য ধর্মঘটে নামেন। দাবি পূরণ না হওয়ায় কয়েক দিন আগে তাদের সঙ্গে যোগ দিয়েছেন হলিউডের অভিনয়শিল্পীরা। এবার ৪ মাসের সন্তানকে কোলে নিয়ে ধর্মঘটে যোগ দিলেন ‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য পিপল জানিয়েছে, হলিউডের ধর্মঘটকে সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন ড্যানিয়েল রেডক্লিফ ও তার প্রেমিকা এরিন ডার্ক। এসময় ড্যানিয়েলের কোলে ছিল ৪ মাস বয়সী পুত্রসন্তান। গত ২১ জুলাই এই যুগলকে নিউ ইর্য়কের রাস্তায় দেখা যায়।
এ সময়ের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, ৩৩ বছর বয়সী ড্যানিয়েলের বুকে বেবি কেরিয়ারে রয়েছে তার সন্তান। ড্যানিয়েলের পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তার প্রেমিকা এরিন ডার্ক।
২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। বয়সে বড় প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ড্যানিয়েল।
একাধিক স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠনের নেতৃবৃন্দের। কিন্তু দাবি মেনে নেয়নি স্টুডিও কর্তৃপক্ষ। অভিনেতাদের দাবি— তাদের বেতন বাড়াতে হবে। পাশাপাশি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে জনপ্রিয়তা অনুযায়ী ইনসেনটিভ দিতে হবে। আগে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালগুলো ভিউ অনুযায়ী অভিনেতাদের ইনসেনটিভ দিত। কিন্তু নেটফ্লিক্সসহ অন্যান্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ভিউয়ের হিসেব পর্যন্ত দেয় না। ফলে কোনটি জনপ্রিয় হচ্ছে, তা বোঝাও যায় না, ইনসেনটিভও দেওয়া হয় না।
উল্লেখ্য, ৬৩ বছর পর হলিউড ইন্ডাস্ট্রি এভাবে কার্যত অচল হয়ে গেছে। ১৯৬০ সালে শেষবার এমন ঘটনা ঘটেছিল।