প্রায় ২০ বছরের মধ্যে প্রথম এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সিঙ্গাপুর। শুক্রবার ৪৫ বছর বয়সী সারিদেউই জামানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
জামানি সিঙ্গাপুরের নাগরিক। ২০১৮ সালে প্রায় ৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
স্থানীয় অধিকার গোষ্ঠী ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভের মতে, ২০০৪ সালের পর থেকে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড কার্যকর করা প্রথম নারী হচ্ছে জামানি। ২০০৪ সালে ইয়েন মে উয়েন নামের ৩৬ বছর বয়সী এক নারীকে মাদক পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
জামানি আদালতে যুক্তি দিয়েছিলেন যে তিনি পুলিশের কাছে সঠিক জবানবন্দি দিতে সক্ষম হননি। কারণ তিনি তখন মাদকসেবন ছেড়ে দেওয়া পর স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। তবে হাইকোর্টের একজন বিচারক এই যুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, জামানি ‘জবানবন্দি দেওয়ার সময়কালে হালকা থেকে মাঝারি মেথামফেটামিন ছেড়ে দেওয়া জনিত সমস্যা ভুগছিলে’ এবং এটি তার জবানবন্দি দেওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেনি।
গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর সরকারকে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছে।