ফিলিপাইনে একটি ফেরি ডুবে অন্তত ২৬ জন মারা গেছে। ডুবে যাওয়া ফেরি থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানিলার পূর্বে রিজাল প্রদেশের লেগুনা ডি বেতে বৃহস্পতিবার ডুবে যাওয়া এম/বি প্রিন্সেস আয়াতে কতজন লোক ছিল তা এখনও জানা যায়নি।
পুলিশ এবং উপকূলরক্ষীরা এক সংবাদ সম্মেলনে জানান, নিকটবর্তী তালিম দ্বীপের উদ্দেশ্যে বিনাঙ্গোনান শহরে একটি ঘাট ছেড়ে যাওয়ার পর ফেরিটি উপকূল থেকে মাত্র ৪৬ মিটার দূরে উল্টে যায়। প্রবল বাতাসের মধ্যে লোকজন কাঠের জাহাজটির একপাশে ছুটে এলে এটি হেলে পড়ে এবং উল্টে যায়।
রিজালের পুলিশ জানিয়েছে, তারা উপকূলরক্ষী এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছিল। তবে অন্ততপক্ষে ২৬ জন ডুবে মারা গেছে। আরও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।