ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন। রোববার দত্তপুকুরের নীলগঞ্জে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, কেঁপে উঠেছিল গোটা এলাকা। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বারাসত শহর থেকেও। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরেই আহতদের নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছয় জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। একজনের মৃত্যু হয় হাসপাতালে। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে আট জনের।
স্থানীয়দের একাংশের দাবি, শুধু কারখানার শ্রমিক নন, বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয়েছে পথচলতি মানুষেরও। এ ছাড়াও যে পাকা বাড়িটিতে বাজি তৈরি হত বলে জানা যাচ্ছে, তা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের তলায় অনেকেই আটকে থাকতে পারেন বলে তাদের আশঙ্কা।
স্থানীয় সূত্র জানিয়েছে, গোটা এলাকায় বাজি তৈরি করা হত। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেখানে ছাড়াও আশপাশের বিভিন্ন বাড়িতে ঘরোয়াভাবে বাজির মশলা তৈরি হত।