জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন লিটন দাস। সুস্থ হলে সরাসরি দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন বাংলাদেশ সহ-অধিনায়ক। এর আগে একই কারণে গত ২৭ আগস্ট দলের সঙ্গে আসতে পারেননি।
লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি ঢাকা থেকে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ মঙ্গলবার তার রক্ত পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার ফলের উপরই নির্ভর করছে লিটনের এশিয়া কাপ।
প্রধান নির্বাচক বলেন, ‘লিটনের জ্বর এখনো ভালো হয়নি। ও প্রথম ম্যাচ খেলতে পারবে না। আজকে রক্ত পরীক্ষা করানো হয়েছে। ফল কি আসে দেখে মেডিকেল বিভাগ সিদ্ধান্ত দেবে। সুস্থ হলে সরাসরি সে পাকিস্তানে চলে যাবে।’
প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেও ব্যাকআপ হিসেবে শ্রীলঙ্কায় কাউকে পাঠানো হচ্ছে না। ১৬ সদস্যের স্কোয়াডই থাকবে। লিটন যদি একবারে ছিটকে যান তাহলে তখন বিকল্প কারও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
বাংলাদেশ প্রথম ম্যাচে খেলতে নামবে ৩১ আগস্ট, ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে, ২ সেপ্টেম্বর। এখন দেখা যাক লিটনকে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া যায় কী না।