চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ খান।
গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে এই সিনেমা। মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু তৃতীয় দিনে ৪০ শতাংশ আয় বেড়েছে। চতুর্থ দিনে বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ১২৯.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি, তৃতীয় দিনে ১২৪.৫৮ কোটি রুপি, চতুর্থ দিনে ১৪৯ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫১৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৭৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার (১০ সেপ্টেম্বর) ছিল ‘জওয়ান’ মুক্তির চতুর্থ দিন। এদিন ভারতে হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করে ৭২ কোটি রুপি। বলিউডের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে এটি
বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে জানিয়েছেন, শাহরুখ খান একমাত্র অভিনেতা, যার একই বছরে দু–দুটি সিনেমা ৫০০ কোটি ক্লাবের সদস্য হলো। এখন দেখা যাক, কিং খানের সাফল্যের মুকুটে আরো কত পালক যুক্ত হয়!
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।