সতীর্থ শাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে পেছনে ফেলে আইসিসি’র আগস্টের মাসসেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
সেরা খেলোয়াড় হয়ে বাবর বলেন, ‘আইসিসি’র আগস্ট-২০২৩ এর মাসসেরা খেলোয়াড় হয়ে আমি খুবই আনন্দিত। গেল মাসটি আমি ও আমার দলের জন্য অসাধারণ ছিল। অনেকদিন পর এশিয়া কাপ পাকিস্তানে ফিরেছে। মুলতান ও লাহোরে পাকিস্তানের ক্রিকেটপ্রেমী দর্শকের সামনে খেলতে পারাটা ছিল দারুণ ব্যাপার। তাদের সামনেই ১৫০ উর্ধ্ব একটি ইনিংস খেলাটা ছিল আমার জন্য আরও আনন্দের।’
৫০ ওভারের ক্রিকেটে গেল মাসটি অসাধারণ কেটেছিল বাবরের। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শূন্যরানে আউট হন। পরের দুটিতে ৫৩ ও ৬০ রানের ইনিংস খেলেন। এরপর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ১৩১ বলে খেলেন ১৫১ রানের ইনিংস।
এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ১৯টি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। যা ছিল সব ফরম্যাটে তার ৩১তম সেঞ্চুরি।